বিশ্বের মোবাইল ফোনের বাজারে মাইক্রোসফট নির্মিত স্মার্টফোন অর্থাৎ উইন্ডোজ ফোনের বয়স মাত্র ছয় সপ্তাহ। মাইক্রোসফট সুত্র এ তথ্য জানিয়েছে।
আর এ ছয় সপ্তাহে ১৫ লাখের বেশি উইন্ডোজ ফোন বিক্রি হয়েছে। মাইক্রোসফট নির্বাহী একিম বের্গ জানান, উইন্ডোজ ফোনের এ মাইল ফলক তাদের অপ্রত্যাশিত নয়। তাছাড়া এ ফোনের মাধ্যমে অ্যাপল, গুগল বা রিমের স্মার্টফোন বাজারে মাইক্রেসফট তার উপস্থিতি তুলে ধরেছে।
এ মুহূর্তে বিশ্বে প্রতিদিন তিন লাখ আইফোন এবং গুগল অ্যানড্রইড অপারেটিং সিস্টেম পরিচালিত স্মার্টফোন সচল হচ্ছে।
মাইক্রোসফট সূত্র মতে, এ মুহূর্তে উইন্ডোজ ফোনের সঙ্গে মাইক্রোসফটের স্মার্টফোন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন সেভেন জনপ্রিয় হয়ে উঠেছে। এইচটিসি, ডেল, স্যামসাং এবং এলজি ছাড়াও বেশ কিছু স্মার্টফোনে ফোনভিত্তিক উইন্ডোজ ফোন সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০