ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৩ হাজারে নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
৪৩ হাজারে নোটবুক

আসুস ব্র্যান্ডের ‘কে৫৬সিএ’ মডেলের নতুন নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। স্ক্রিন ১৫. ৬ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

হালকা গড়নের এ নোটবুক মাত্র ২১ মিলিমিটার সরু। ওজন ২ কেজি। পাওয়ারফুল এ মাল্টিমিডিয়া নোটবুকে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ জিবি (RAM) ৭৫০ জিবি হার্ডডিস্ক

এ ছাড়া বিনোদন সংযোগে আছে ডিভিডি রাইটার, বিল্টইন ইন্টেল এইচডি ৪০০০ গ্রাফিকস, সনিকমাস্টার অডিও, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ এবং মেমোরি কার্ড রিডার।

মাল্টিমিডিয়ায় আছে এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট এবং ৩টি ইউএসবি পোর্ট সুবিধা। এ মুহূর্তে দাম ৪৩ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ নোটবুক পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।