ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে জয়

ইচ্ছামাফিক ফোর-জি’তে উন্নীত করা যাবে

স্টাফ কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
ইচ্ছামাফিক ফোর-জি’তে উন্নীত করা যাবে

ঢাকা: রাজধানীর রূপসী বাংলা হোটেলে যখন বাণিজ্যিকভাবে থ্রিজির নিলাম চলছিলো, ঠিক তখনই মোবাইল অপারেটরদের জন্য নতুন খবর দিলেন প্রধানমন্ত্রী পুত্র ও তার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
রোববার দুপুর দেড়টায় জয় তার ফেসবুকে লিখেছেন, ‘যারা থ্রিজি লাইসেন্স পাবে, সে সকল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছামাফিক ফোর-জি’তে উন্নীত করার সুযোগ পাবেন।

এজন্য নতুন কোনো নীতিমালা বা লাইসেন্সের প্রয়োজন হবে না’।
 
তিনি আরো লেখেন, ‘এভাবেই প্রযুক্তির এই খাত এবং জাতি বেতার প্রযুক্তিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলবে’।
 
জয় তার ফেসবুকে লেখেন, ‘রোববার আমরা থ্রিজি মোবাইল পরিষেবার জন্য তরঙ্গ নিলাম আয়োজন করছি। এর ফলে দেশের বহু মানুষের কাছে আরো দ্রুতগতির মোবাইল ইন্টারনেট পৌঁছে দেওয়া যাবে’।
 
‘বড় একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার করেছে, তারা অক্টোবরের শেষ নাগাদ অন্তত ঢাকা মহানগরে বাণিজ্যিক ভাবে থ্রিজি পরিষেবা চালু করবে। আমি আগ্রহ নিয়ে এর জন্যে অপেক্ষা করছি’।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এনএম/বিএসডি/এএসআর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।