এ বছরের শীর্ষ উদ্ভাবনায় স্থান পেয়েছে বিচিত্র সব প্রযুক্তিপণ্য। এর মধ্যে আছে বাদ্যযন্ত্রও।
প্রচলিত পদ্ধতিতে গিটার চালনায় বাদকদের কোনো না কোনো বিষয় নিয়ে বিরক্তিতে পড়তে হয়। গিটার বাদককে সুর পরিচালনায় সার্বক্ষণিক খেয়াল রাখতে হয়। তবে এ কাজ এখন সহজ করে তুলবে এভারটিউন।
গিটার বাদকদের এ কাজগুলো করতে হয় গানের সময়, গাইবার আগে এবং পরে। কিন্তু বাদকরা যদি এভারটিউনের ব্যবহার করে তাহলে গিটার পরিচালনার কাজটা সহজ হয়ে যায়। এ প্রযুক্তিবান্ধব গিটার বাদককে সুর চর্চায় নিবিড়ভাবে সহায়তা করবে। এর ফলে বাদককে বার বার এভারটিউন করার ঝামেলায় পড়তে হবে না।
নতুন ধারার এ সঙ্গীত প্রযুক্তিমাধ্যম শুধু টিউন ঠিক রাখাই নয় বরং কোনো কারণবশত গিটারের টিউনের পরিবর্তন হলে এটা স্বয়ংক্রিয়ভাবেই তার তরঙ্গ বদলে ফেলবে। কসমস লিলিস এবং পাউল ডউড এ দু’জন গবেষক এ প্রযুক্তির উদ্ভাবন করেন।
এটি প্রযুক্তিবান্ধব বাদ্যযন্ত্রটি সবধরনের গিটারের সঙ্গে যুক্ত করা যাবে। এমনকি পুরনো সংস্করণের গিটারেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।
বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০