ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হয়েছে মোজো-আসুস ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
শুরু হয়েছে মোজো-আসুস ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ

গ্লোবাল ব্র্যান্ড এর কারিগরি সহায়তায় ১০ জুলাই থেকে দুই দিনব্যাপী ধানমন্ডিস্থ ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটোরিয়ামে শুরু হয়েছে ‘মোজো-আসুস ফিফা ১০ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা। এতে আসুস ব্র্যান্ডের গেমিং পিসিগুলোতে ‘ফিফা সকার ১০’ ভার্সনের গেম খেলায় প্রতিযোগীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।



প্রথম রাউন্ড থেকেই নক আউট পদ্ধতির মাধ্যমে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত করা হবে। চ্যাম্পিয়ন ও প্রথম রানার-আপের জন্য আছে ক্রেস্ট ও প্রাইজ মানি এবং দ্বিতীয় রানার-আপকে শুধু প্রাইজ মানি দেওয়া হবে। ১১ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিনে দুপুর ৩টায় পুরস্কার বিতরণ করা হবে এবং বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।