ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বাঁকানো গ্লাসের’ স্যামসাং স্মার্টফোন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
‘বাঁকানো গ্লাসের’ স্যামসাং স্মার্টফোন

গ্যালাক্সি নোট থ্রি আর গিয়ার স্মার্টওয়াচ নিয়ে সারা বিশ্বের প্রযুক্তি কৌতুহলীরা যখন উত্তেজিত সেই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে নতুন খবর নিয়ে হাজির হয়েছিল কোরিয়ান জায়ান্ট। ‘কার্ভড ডিসপ্লে’ প্রযুক্তি কৌতুহলীদের কাছে সহজসাধ্য করতে এবার স্মার্টফোনের দিকে অগ্রসর হচ্ছে।

সিউলে অনুষ্ঠিত এক মিডিয়া ইভেন্টে এ পরিকল্পনার কথা জানায় স্যামসাং।  

ডিজে লি স্যামসাং’র মোবাইল ব্যবসার বাজার পরিকল্পনার প্রধান জানান, অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ‘স্মার্টফোনে বাঁকানো গ্লাস’ জনসম্মুখে আনার সিদ্ধান্ত নিয়েছি’ রয়টার্স প্রতিবেদনে তথ্যটি জানায়।

যদিও বলা হচ্ছে স্মার্টফোনে এবারই স্যামসাং’র কার্ভড ডিসপ্লে প্রথম্। কিন্তু ‘নেক্সাস এস’ পণ্যেও প্রযুক্তিটি আছে বলে নামানো হয়েছিল। সবশেষে দেখা গেছে কেবল গ্রাহক টানতেই কার্ভড ডিসপ্লে’র প্রচারণা চলায় তারা।

উল্লেখ্য, বাঁকানো গ্লাস ইতিমধ্যে ওলেড টিভিতে দেখা গেছে। স্মার্টফোনে এ প্রযুক্তি সম্পর্কে এবারে তাদের দাবি ব্যবহারকারীরা এতে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

তবে স্মার্টফোনের বেলায় এটা কতটা সত্য হবে বিষয়টি এখন আলোচিত। আবার কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০১১’তে ব্যাপকভাবে গুজবিত ফ্ল্যাক্সিবল অ্যামোলেড পর্দার মতো হবে কিনা এমন আন্দাজ করা হচ্ছে।    

বর্তমান বাজারে কার্ভড ডিসপ্লে’র মূল্য নতুন সব প্রযুক্তির মতো চড়া। যে কারণে স্যামসাং গবেষণা চালাচ্ছে কিভাবে সস্তায় অধিক পরিমানে পণ্য-উপাদান উৎপাদন করা যায়। এছাড়া কাগজের মতো চিকন এবং অধিক তাপ প্রতিরোধে সক্ষমতা দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।