মাইক্রোনেট ব্র্যান্ডের ‘এসপি৯০৭এনএস’ মডেলের নতুন ওয়্যারলেস ল্যান ইউএসবি অ্যাডাপ্টার দেশে পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।
ইউএসবি ২.০ এবং ১.১ ইন্টারফেস সমর্থিত ক্ষুদ্রাকৃতির এ ল্যান অ্যাডাপ্টারকে অনায়াসে যেকোনো পিসির সঙ্গে সংযোগ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ওয়্যারলেস হোম নেটওয়ার্ক স্থাপন করা যায়।
এ খুদে অ্যাডাপ্টারে আইট্রিপলই ৮০২.১১বি/জি/এন স্ট্যান্ডার্ড সমূহ এবং ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সর্বোচ্চ ১৫০ মেগাবিট/সেকেন্ড ডেটা রেটে কাজ করে।
এটি মিমো (মাল্টি-ইন, মাল্টি-আউট) টেকনোলজি সাপোর্ট করে। এটি ২টি রেডিও চ্যানেলের (১টি ট্রান্সিভার, ১টি রিসিভার) মাধ্যমে কাজ করে।
এ ছাড়া এটি ডব্লিউইপি, ডব্লিউপিএ, ডব্লিউপিএ২ এনক্রিপশন ঘরানার নেটওয়ার্ক সিকিউরিটি পদ্ধতি সমর্থন করে। এ মুহূর্তে দাম ১ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান