ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস কম্পিউটার শিক্ষা সপ্তাহ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
বেসিস কম্পিউটার শিক্ষা সপ্তাহ

দেশে বেসিসের উদ্যোগে প্রথমবারের মতো ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা’ সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে বেসিস সভাকক্ষে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। এতে বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহের আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ, বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সাবেক সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বেসিস সচিব হাশিম আহম্মদ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্সে তাদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সভায় শামীম আহসান বলেন, ২০২০ সাল নাগাদ ইউরোপ ও আমেরিকায় তথ্যপ্রযুক্তি খাতে লাখ লাখ জনবলের সংকট আছে। এ বিপুল সংখ্যক জনশক্তির চাহিদা যে অপার সম্ভাবনা তৈরি করেছে তা পূরণে বাংলাদেশের  শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় অধিকতর আগ্রহী করে তুলতে হবে।

কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহের আহ্বায়ক ও বেসিস কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ বলেন, শিক্ষার্থীদের কম্পিউটার ভীতি দূর করা এবং প্রোগ্রামিং তথা কোডিং শেখার প্রতি আগ্রহ তৈরি করা। এ সপ্তাহব্যাপী কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার ‘বেসিস আওয়ার অব কোড’ এ অনুষ্ঠানে বিশেষত যারা প্রোগ্রামার নন, তাদের অংশগ্রহণকেই বেশি উৎসাহ দেওয়া হবে।

কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উপলক্ষে বেসিস এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) যৌথউদ্যোগে ‘বেসিস আওয়ার অব কোড’ অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

প্রসঙ্গত, এবার বিশ্বের ১৬০টি দেশে একযোগে কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক পালিত হচ্ছে। সপ্তাহব্যাপী এ  আয়োজন চলবে ১৫ ডিসেম্বর অবধি। এরই মধ্যে বেসিস থেকে ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেসিস আওয়ার অব কোড আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহী প্রোগ্রামাররা (www.basis.org.bd) এ সাইটে নিবন্ধন করে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রতিদিন এক ঘণ্টা করে বেসিস আওয়ার অব কোডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।