ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৮ হাজারে ল্যাপটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
২৮ হাজারে ল্যাপটপ

এইচপি ব্র্যান্ডের ‘১০০০-১৪১১ এ-ইউ’ মডেলের ল্যাপটপ দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি ডায়াগোনাল এইচডি ডিসপ্লে।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এএমডি ডুয়্যাল কোর ‘ই১-১৫০০ এপিইউ’ সিরিজের প্রসেসর সম্পন্ন এ ল্যাপটপে আছে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৭৩১০ মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডিভিডি বার্নার, ইন্টিগ্রেটেড ১০/১০০ বেজ টি-ইথারনেট ল্যান এবং এএমডি এ৬৮এমএফসিএইচ চিপসেট।

এ ছাড়াও ল্যাপটপে আছে মাল্টিজেসচার সমর্থিত টাচপ্যাড, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়েবক্যাম সুবিধা। আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

এ মুহূর্তে দাম ২৮,৫০০ টাকা। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও সারা দেশের কম্পিউটার বাজারে এ ল্যাপটপ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।