ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস’র এজিএম অনুষ্ঠিত

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
বিসিএস’র এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ‘বার্ষিক সাধারণ সভা ২০১৩’ ধানমন্ডিস্থ সীমান্ত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোস্তাফা জব্বার এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সভায় উপস্থিত ছিলেন বিসিএস-এর সহসভাপতি মঈনুল ইসলাম, মহাসচিব শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন এবং পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, ফয়েজউল্যাহ খান ও মজিবুর রহমান স্বপন।

বিসিএস মহাসচিব শাহিদ-উল-মুনীর সভায় সমিতির ২০১৩ সালের কর্ম বিবরণী এবং কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন বিগত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থবছরের জন্য সমিতির বাজেট পেশ করেন।

এসব প্রতিবেদনের ওপর সভায় উপস্থিত সমিতির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত দেন। এসব আলোচনা ও মতামতের পরিপ্রেক্ষিতে উত্থাপিত বিষয়াবলী সভায় সিদ্ধান্ত আকারে গৃহিত হয়।

বাংলাদেশ সময় ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।