ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হট বিটস:

আগামী জুনেই নতুন বাতায়নে গুগল ও ফেসবুক!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
আগামী জুনেই নতুন বাতায়নে গুগল ও ফেসবুক!

এ মুহূর্তে ওয়েব চর্চাকে আরও গতিশীল করতে বিশ্বের শীর্ষ ওয়েবসাইটগুলো একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে খ্যাতনামা সব অনলাইন প্রতিষ্ঠান ওয়েব সংস্কৃতির ভবিষ্যৎ সম্ভাবনায় গুণগত মানোন্নয়নে জনসচেতনতা তৈরিতে কাজও করছে।

গুগল এবং ফেসবুক সূত্র এ তথ্য জানিয়েছে।

আগামী ৮ জুন থেকে গুগল, ফেসবুক এবং ইয়াহু ছাড়াও ওয়েব বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েবনির্ভর প্রতিষ্ঠানগুলো তাদের এ মুহূর্তের অনলাইন ব্যবহার পদ্ধতিতে যুক্ত করছে নতুন মাত্রা।

নতুন এ পদ্ধতির নাম আইপিভি৬। নতুন এ পরিকল্পনার ফলে বিশ্বব্যাপী অনলাইন চর্চায় প্রত্যাশিত গতি ও স্বচ্ছতা পাওয়া যাবে। এ পদ্ধতি গতিশীল সাইট এবং হার্ডওয়্যার পণ্যেয় সমন্বয় তৈরি করবে।

এ মুহূর্তে শতকরা ০.২ ভাগ ওয়েব ব্যবহারকারী নতুন আইপির (ইন্টারনেট প্রটোকল) সুবিধা উপভোগ করছেন। তবে অচিরেই ‘আইপিভি৬’ পদ্ধতি প্রযুক্তিপ্রেমীদের অনালাইনকেন্দ্রিক প্রত্যাশা পূরণ করতে পারবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর জনপ্রিয়তাও দ্রুতই ঘরে আসবে বলে তারা মনে করেন।

বিশ্বের ওয়েব সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র ভিন কার্ফ জানান, এ পদ্ধতিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে ওয়েবকেন্দ্রিক প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তির ব্যবস্থাপকদের উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

এ মুহূর্তের চলমান পদ্ধতি থেকে নতুন পদ্ধতিতে আসতে উদ্যোক্তারা কাজ করছেন। উল্লেখ্য, নতুন এ পদ্ধতিতে ট্রিলিয়ন সংখ্যক নতুন ওয়েব ঠিকানা তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু এ পদ্ধতি মডেম কিংবা রাউটারে ব্যবহারযোগ্য নয়। শুধু আইপিভি৪ সমর্থিত প্রযুক্তিতে ব্যবহার করা সম্ভব।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইয়াহু এবং ফেসবুক তাদের ওয়েবসাইটগুলোর ২৪ ঘণ্টার অব্যাহত সেবা নিশ্চিত করতে পারবে।

তার ভাষ্যমতে, এ নতুন পদ্ধতিতে শতকরা ৯৯.৯৫ ভাগ অনলাইন ব্যবহারকারী তথ্যসেবার জড়তা এবং ভোগান্তির হাত থেকে চির মুক্তি পাবেন। এ পরিবর্তনের ফলে সব ধরনের ওয়েব ব্যবহারযোগ্য (মাল্টিডিভাইস) পণ্য অনলাইন সংস্কৃতির আওতায় চলে আসবে। আর সুফলটা প্রযুক্তিপ্রেমীদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে।    

বাংলাদেশ স্থানীয় সময় ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।