ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভেন্ট আপডেট :

গ্রামীণফোন আইটি ও মাইক্রোসফটের সঙ্গে বেসিস

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
গ্রামীণফোন আইটি ও মাইক্রোসফটের সঙ্গে বেসিস

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘সফটএক্সপো ২০১১’ শুরু হচ্ছে। উল্লেখ্য, এ প্রদর্শনীর প্ল্যাটিনাম স্পন্সর গ্রামীণফোন আইটি।

২০ জানুয়ারি এ উপলক্ষে গ্রামীণফোন আইটি এবং বেসিস এর মধ্যে আন্তঃচুক্তি স্বাক্ষরিত হয়। গ্রামীণফোন আইটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রামীণফোন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম এবং বেসিস এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সফটএক্সপো২০১১ এর আহ্বায়ক একেএম ফাহিম মাশরুর।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোন করপোরেট অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক আবু মামুন হাশমি এবং গ্রামীণফোন আইটির পরিচালক সোহেল রেজা।

আরও উপস্থিত ছিলেন বেসিস এর ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, সেক্রেটারি জেনারেল ফোরকান বিন কাশেম এবং ডিরেক্টর সাব্বির মাহবুব।

এরই মধ্যে ‘সফটএক্সপো ২০১১’ এর কোস্পন্সর মাইক্রোসফটের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে বেসিস। এ সময় বাংলাদেশ মাইক্রোসফটের ক্যান্ট্রি মানেজার ফিরোজ মাহমুদ এবং বেসিস এর জ্যেষ্ঠ সহসভাপতি একেএম ফাহিম মাশরুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সেক্রেটারি জেনারেল ফোরকান বিন কাশেম এবং সৈয়দ আলমাস কবির।

অনুষ্ঠিতব্য সফটএক্সপো ২০১১ প্রদর্শনী সম্পর্কে www.softexpo.com.bd এ সাইটে তথ্য পাওয়া যাবে। এ মুহূর্তে সাইটটি নিয়মিত আপডেট করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২১৫, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।