মাইক্রোব্লগিং সাইট টুইটার বিশ্বে নিজেদের আরও সুদৃঢ় এবং সম্প্রসারিত করতে কোরিয়ান ভাষায় টুইট বার্তা চালু করেছে। এর ফলে টুইটারের জনপ্রিয়তা গত বছরের তুলনায় কয়েক গুণ বাড়বে।
এ মুহূর্তে টুইটারে ব্যবহৃত সপ্তম ভাষা হচ্ছে কোরিয়ান। সিউল সফরে টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়াম ইয়োনহ্যাপ সংবাদমাধ্যমে জানান, কোরিয়ান ভাষায় টুইটের সংখ্যা সাধারণ টুইটারদের সংখ্যাকে ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষায় টুইট ব্যবহারকারীদের প্রবৃদ্ধি ৩৪০০ ভাগ।
দ.কোরিয়া হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবাভুক্ত দেশ। আর স্মার্টফোনের ব্যবসায় সবচেয়ে রমরমা দেশ।
এ মুহূর্তে শুধু দ.কোরিয়ায় টুইটার নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২২ লাখ। কিন্তু ২০১০ সালের জানুয়ারি মাসেও এ সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। ডামসফট সূত্র এ তথ্য জানিয়েছে।
আনুষ্ঠানিকভাবে ২০০৬ সালে যাত্রা করে টুইটার। টুইটারে সর্বোচ্চ ১৪০ শব্দের বার্তা বিনিময় করা যায়। উল্লেখ্য, গত নভেম্বর পর্যন্ত টুইটারের নিবন্ধিত সদস্য ছিল ১৭ কোটি ৫০ লাখ। আর এ সময়ে ২ হাজার ৫০০ কোটি টুইট বার্তা বিনিময় করা হয়।
বিশ্বের সব খ্যাতিমান তারকারা টুইট বার্তার মাধ্যমে ভক্ত এবং বার্তা প্রেরকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে থাকেন। টুইটারের দ্রুত জনপ্রিয়তার এটি অন্যতম কারণ বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১