ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্র্যান্ড নিউ :.

পিকিউআই এনেছে ইন্টেলিজেন্ট ও ফ্যাশন পেনড্রাইভ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
পিকিউআই এনেছে ইন্টেলিজেন্ট ও ফ্যাশন পেনড্রাইভ

এ মুহূর্তে দেশের তথ্যপ্রযুক্তি আবহে ক্ষুদে আর ফ্যাশননির্ভর পেনড্রাইভের আকর্ষণ সবচেয়ে বেশি। এসব প্রযুক্তিপণ্য ঘিরে তারুণ্যপ্রীতিও বেড়েছে।



এ সপ্তাহে বাজারে নতুন মডেলের অনেকগুলো ফ্যাশন পেনড্রাইভ নিয়ে এসেছে পিকিউআই ব্র্যান্ড। এ ব্র্যান্ডের ইউ৩৬০ মডেলের দুটি পেনড্রাইভ এখন দেশে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ৪ জিবি পেনড্রাইভের দাম ১২০০ টাকা। আর ৮ জিবির দাম ২ হাজার টাকা। এ ব্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্যবহারিক গুণাবলীর কারণে একে ‘ইন্টেলিজেন্ট’ পেনড্রাইভ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ পেনড্রাইভের মাধ্যমে কমপিউটার এবং ল্যাপটপের মধ্যে তথ্য বিনিময় করা যাবে। আগ্রহীরা www.pqibd.com এ সাইটে আরও তথ্য পাবেন।

এ ড্রাইভ ক্রয়ে থাকছে পুরো বছরের বিক্রয়োত্তর সেবা। অনুসন্ধানে : স্পিড টেকনোলজি, চতুর্থ তলা, আগারগাঁও বিসিএস কমপিউটার সিটি, ঢাকা। হ্যালো : ০১৯৭৭ ৭৭০০৯৯।

বাংলাদেশ স্থানীয় সময় ২৩২৩, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।