শুরু হয়েছে বেসিস আয়োজিত পাঁচ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ সফটওয়্যার প্রদর্শনী। দেশের সফটওয়্যার শিল্পকে আরও গতিশীল করতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।
সফটএক্সপো উদ্বোধনী অনুষ্ঠার শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি আইটি সলিউশন সেবাখাতে দেশীয় উদ্যোগ গ্রামীণ সলিউশনসের স্টলে যান।
তিনি দেশের চাকরিপ্রার্থীদের জন্য চালু হওয়া গ্রামীণ সলিউশনসের নতুন জবসাইট জিজব ডটকম ছাড়াও তাদের সেবামুখী উদ্যোগে বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, প্রদর্শনীতে দেশি-বিদেশি গ্রাহকদের জন্য নতুন সেবার অফার নিয়ে এসেছে গ্রামীণ পরিবারের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণ সলিউশনস।
আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সংস্থা কিংবা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নির্মাণ এবং রপ্তানি ছাড়াও গ্রামীণ সলিউশনস আরও বেশ কিছু সেবা নিয়ে কাজ করছে।
এর মধ্যে আছে করপোরেট সংস্কৃতির দক্ষ জনশক্তির চাহিদা পূরণে প্রশিক্ষণ, কল সেন্টার কার্যক্রম এবং আইসিটি সার্টিফিকেশন। এছাড়াও সবার জন্য চাকরির বাজার খুলে দিতে তারা ‘জিজব ডটকম’ নামে চাকরিভিত্তিক সাইট চালু করেছে।
এ ব্যাপারে গ্রামীণ সলিউশনসনের প্রধান নির্বাহী কর্মকর্তা নায়লা চৌধুরী বলেন, গত ক’বছরে তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জিত হয়েছে। এ মুহূর্তে দেশীয় তথ্যপ্রযুক্তি বাজার প্রস্তুত আছে।
এছাড়াও বাংলাদেশের পণ্যগুলো গুণগতভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দামে সাশ্রয়ী। এ মুহূর্তে বিশ্ব তথ্যপ্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান নিশ্চিত করতে উদ্যোগ আর উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। এ মুহূর্তে আগ্রহীরা www.gjob.com এ সাইটে চাকুরিভিত্তিক সব তথ্য আর খবর পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯০৪, ফেব্রুয়ারি ১, ২০১১