ঢাকা: মোবাইল ফোন সেটের ডিভাইস তৈরির জন্য স্যামসাং মোবাইল ফোন কোম্পানী বাংলাদেশে চালু করলো প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ এন্ড ডেভলপমেন্ট সেন্টার। এখন থেকে স্যামসাং মোবাইল ফোন সেটের ডিভাইস তৈরি হবে বাংলাদেশে।
এই সেন্টারে ১০০ বাংলাদেশী প্রকৌশলী কাজ করছে। স্যামসাং কর্তৃপক্ষ জানায়, অচিরেই এই সংখ্যা এক হাজারে উন্নীত করা হবে। বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, এশিয়া ও অস্টেলিয়ার জন্য মোবাইল ফোনের ডিভাইস এখান থেকে তৈরি করা হবে। প্রযুক্তিগত ও কম্পিউটার বিষয়ক উন্নয়ন কাজও এখানে করা হবে।
শনিবার গুলশানে এই সেন্টারের উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। রিসার্চ এন্ড ডেভলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ম্যাম কিউ লি ও ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত তাই ইয়াং চো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বহুজাতিক কোম্পানী এ ধরনের গবেষণা প্রতিষ্ঠান চালু করলো। বাংলাদেশের ডেভেলপমেন্ট সেন্টারটি স্যামসাংয়ের ১৮তম গবেষণা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, প্রযুক্তি বিষয়ক এই গবেষণা প্রতিষ্ঠানটি ডিজিটাল বাংলাদেশ গড়তে আরো শক্তিশালী ভূমিকা রাখবে। তিনি বলেন, এদেশের মাটি যে ডিজিটাল গড়ার করার ক্ষেত্রে উপযোগী, স্যামসাংয়ের প্রযুক্তি বিষয়ক সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রমাণিত হলো।
ম্যাম কিউ লি বলেন, ‘সফটওয়্যার তৈরি ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই আমরা এই প্রতিষ্ঠানটি চালু করেছি। ’
বাংলাদেশ সময়: ১৮০১ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১