ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন উদ্ভাবকদের পরিচিতি করবে ড্যাফোডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪
নতুন উদ্ভাবকদের পরিচিতি করবে ড্যাফোডিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন উদ্ভাবকরা আসবেন সামনের সারিতে। পরিচিত হবেন দেশ ও বিশ্বের কাছে।

এজন্য তাদের কোনো প্রকার খরচ করতে হবে না।

এমন কথাই জানালেন ড্যাফোডিল ইন্টারন্যালনাল ইউভার্সিটির জনবিজ্ঞান ফাউন্ডেশনের মহাসচিব আইউব হোসেন।

তিনি বলেন, তাদের মেধাকে ম‍ূল্যায়ন করে ফুটিয়ে তোলাই আমাদের লক্ষ্য। আর এতে এগিয়ে আসবে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে ‘৩ ও ৪ জুন ড্যাফোডিল-জনবিজ্ঞান উদ্ভাবন মেলা-২০১৪’ সফল করতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মঙ্গলবার সকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তৃতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে।

দু’দিনব্যাপী এ মেলায় এবার ৩৫ জন বিজ্ঞানী অংশ নেবেন।   মেলায় শহর ও গ্রামের মেধাবী তরুণদের নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল প্রকল্প প্রদর্শিত হবে। মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের মহাসচিব আইউব হোসেন অভিযোগ করে বলেন, আজ দেশে অনেক মেধাবী উদ্ভাবক আছেন। কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। ফলে অনেক মেধাবী হতাশ হয়ে হারিয়ে ফেলছেন তাদের উদ্ভাবনী শক্তি।

বাংলাদেশে উড়োজাহাজ তৈরির কৃতিত্ব দেখানো কিশোরগঞ্জের হাবিবুর রহমান বিষয়ে তিনি বলেন, হাবিব অনেক চেষ্টা করে ২০০৯ সালে একটি উড়োজাহাজ তৈরি করেছিল। এ যন্ত্রটি আকাশে উড়ানোর জন্য তার দরকার ছিল আধা কিলোমিটারের একটি পাকা পথ। এর জন্য সেখানকার জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের সব মহলে ধর্ণা দিয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। অবশেষে ছেলেটি হতাশ হয়ে পড়েন এবং একপর্যায়ে তার আবিষ্কারের সব যন্ত্রাংশ খুলে রাখেন।

মহাসচিব বলেন, এভাবেই প্রতিদিন হাজারও হাবিব তার উদ্ভাবনী শক্তি হারিয়ে ফেলছে পৃষ্ঠপোষকতা ও সরকারের সুনজরের অভাবে। তাদের কাজগুলোকে সরকারি ও বেসরকারি পর্যায়ে তুলে ধরার জন্যই এ মেলার আয়োজন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমরা প্রতিবছর এ মেলার আয়োজন করে চেষ্টা করছি সরকার ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের ‍দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু সরকার এ যাবত কোনো উদ্যোগ গ্রহণ করে নি। শুধু মেলা করেই কাজ হবে না। তবুও আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এন্টারপ্রাইস কম্পিটিটিভনেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আজিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।