ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ শুরু ৪ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৪
‘ডিজিটাল ওয়ার্ল্ড’ শুরু ৪ জুন

ঢাকা: ৪ জুন থেকে ঢাকায় চার দিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’ সম্মেলন ও প্রদর্শনী শুরু হচ্ছে।

দেশি-বিদেশি প্রায় ৪০০ উদ্যোক্তার অংশগ্রহণে  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী ৭ জুন পর্যন্ত চলবে।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সফটওয়ার ও তথ্য সেবা সংস্থা এবং বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সেবা শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থার যৌথ উদ্যোগে এই সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, বহুজাতিক ও স্থানীয় সফটওয়ার প্রস্তুতকারী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো এতে অংশ নেবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীসহ লক্ষাধিক লোক চারদিনের এই প্রদর্শনী পরিদর্শন করবে বলেও জানানো হয়েছে।  

এ আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্যের আদান-প্রদানের জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।