ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লিক ইনসাইড :.

ভালোবাসা দিবসে ফেসবুকে প্যারিস ভ্রমণের সুযোগ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
ভালোবাসা দিবসে ফেসবুকে প্যারিস ভ্রমণের সুযোগ

ভালোবাসা দিবস এখন আর শুধু নির্দিষ্ট আনন্দের গন্ডির মধ্যে নেই। তথ্যপ্রযুক্তি মাধ্যমেও এ আনন্দ ছড়িয়ে পড়েছে।

প্রযুক্তিপণ্য নির্মাতা ফিলিপস এবারের ভালোবাসা দিবসে দিয়েছে আকর্ষণীয় এক অফার।

ফলে তথ্যপ্রযুক্তি মাধ্যমে প্রযুক্তিপ্রেমীরা ভেলেনটাইন ডের আনন্দ পুরোটাই উপভোগ করতে পারবেন।

সূত্র মতে, প্রতি বছরেই ফিলিপস গ্রাহকদের জন্য এ দিনটায় বিশেষ কিছু আয়োজন করে থাকে। কিন্তু গতানুগতিক অফারে আনা হচ্ছে ভিন্নতা। তাই এবারের এ দিনটি ঘিরে থাকছে ভিন্ন ধরনরে সব আনন্দ আয়োজন।

তবে এ আয়োজনটি হচ্ছে ফেসবুককেন্দ্রিক। এ সাইটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এবং তাদের সঙ্গীরা প্যারিস ভ্রমণের সুযোগ জয় করতে পারবেন।

এজন্য ব্যবহারকারীদের পছন্দের সঙ্গী নির্বাচন করতে হবে। তাছাড়া ছেলে এবং মেয়ে উভয়েরই প্রথমত নির্বাচনী ছবি ফেসবুকে আপলোড করতে হবে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীরা পাবেন প্যারিস ভ্রমণের সুযোগ।

এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা এ অফার ফেসবুক অনলাইন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হতে পেরেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২২১৬, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।