ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাঁচদিনে এক লাখ বিক্রি এলজি ‘জিথ্রি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ৯, ২০১৪
পাঁচদিনে এক লাখ বিক্রি এলজি ‘জিথ্রি’

বাজারে ছাড়ার প্রথম পাঁচদিনেই এলজি জিথ্রি ১ লাখ বিক্রির রেকর্ড গড়তে সক্ষম হয়। জিথ্রি বিক্রিতে বিষ্ময়কর এ সাফল্যের খবর সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বসহকারে আসে।

ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি‘র ফ্লাগশিপ পণ্যটির এই সাফল্য কেবল স্থানীয় বাজার কোরিয়াতেই।

এদিকে কয়েকমাস আগে বাজারে আসা কোয়াড এইচডি’র অপো ফাইন্ড সেভেন নিয়ে প্রশ্ন উঠেছে এলজি’র নতুন জিথ্রি’র সঙ্গে এটি লড়তে সমর্থ হবে কি। তবে সবকিছুর বিচারে এলজি’র নতুন পণ্য প্রতিযোগী পণ্যগুলো থেকে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এলজি  স্যামসাং গ্যালাক্সি এসফাইভের বিক্রির সীমাকে ছাড়িয়ে গেছে এমন খবর প্রকাশ হয়। যেখানে স্যামসাং‘র প্রথম তিনদিনের ৮ হাজার ইউনিটের বিপক্ষে এলজি’র দিনপ্রতি ৩০ থেকে ২৫ হাজার হ্যান্ডসেট বিক্রির খবর প্রতিবেদনে উঠে আসে। কিন্তু গত বছর উন্মুক্ত এলজি জি২’র বিক্রি জিথ্রি’র তুলনায় সামান্য ছিল। যদিও অপো’র বিক্রি এখনও সীমিত পর্যায়ে।  

এছাড়া চলতি বছর গ্যালাক্সি এসফাইভের প্রথম ২৫ দিনে বিক্রি হয় ১০ মিলিয়ন। এরপর হ্যান্ডসেটটি বিশেষ উদ্দেশ্যে একযোগে বিশ্বের ১২৫ টি দেশে ছাড়া হয়। অ্যাপল পণ্য উন্মুক্তের তিনদিনে ৫ মিলিয়ন বিক্রির রেকর্ডের বিষয়টি তুলনা করলে এদিক থেকে অ্যাপল এখনও শীর্ষে।

তথ্য মতে, অচিরেই আন্তর্জাতিক বাজারে যাচ্ছে এলজির নতুন এ হ্যান্ডসেটটি।

উল্লেখ্য, এ বছর গ্যালাক্সি এসফাইভের বিক্রি ভারতে ভাল হয়নি বলে এলজির নতুন এ হ্যান্ডসেটের প্রত্যাশিত বাজার হবে বলে অনুমান করা হচ্ছে। তবে আগামী ১১ জুন দেশটিতে প্রথমবার অপো ফাইন্ড সেভেন এবং সেভেনএ প্রকাশের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।