ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কাল থেকে ‘কলেজিয়েট প্রোগামিং কনটেষ্ট-২০১৪’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪
কাল থেকে ‘কলেজিয়েট প্রোগামিং কনটেষ্ট-২০১৪’

দেশের ৫২ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  মোট ১১৫ টি দলের অংশগ্রহণে আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ড্যাফোডিল জাতীয় কলেজিয়েট প্রেগ্রামিং কনটেষ্ট ২০১৪’।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় ডিআইইউ মিলানয়তনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে সাড়ে তিনটা পর্যন্ত চলবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করবেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ।   প্রতিযোগিতার সাপোর্ট পার্টনার হিসাবে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়।    

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।