ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুলশান ১’এ কম্পিউটার সোর্সের নতুন শাখা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
গুলশান ১’এ কম্পিউটার সোর্সের নতুন শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর গুলশান সার্কেল-১’এ  কম্পিউটার সোর্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে দেশের অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের ৪৫তম এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার।

এসময় কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এইউ খান জুয়েল, শামসুল হুদা, সিওও আলী নূর তালুকদার, মার্কেটিং ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস সংলগ্ন ক্রিস্টাল প্যালেসের তৃতীয় তলায় অবস্থিত এ শাখায় অ্যাপল, ফুজিৎসু, এইচপি, ডেল, স্যামসাং, লজিটেক, নরটন ও সিএসএম সহ মোট ৪৭টির অধিক ব্র্যান্ডের আইটি ডিভাইস পাওয়া যাবে বলে জানিয়েছেন, ব্র্যাঞ্চ ম্যানেজার নাসির উদ্দীন চৌধুরী। তিনি জানান, উদ্বোধনী শুভেচ্ছা উপহার হিসেবে প্রতিটি পণ্যের সঙ্গে ক্রেতাদের বিশ্বকাপ দলের একটি করে পতাকা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।