ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে প্রথম ইন্টেল চ্যানেল সিম্পোজিয়াম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
বাংলাদেশে প্রথম ইন্টেল চ্যানেল সিম্পোজিয়াম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তিপণ্য-যন্ত্রাংশ প্রস্ত্ততকারী ইন্টেল বাংলাদেশে প্রথমবার ইন্টেল চ্যানেল সিম্পোজিয়াম’র আয়োজন করে। রাজধানীর এক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে সারা দেশের ইন্টেল টেকনোলজি প্রোভাইডাররা অংশগ্রহন করেন।



ইন্টেলের বাংলাদেশ কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুরের উপস্থিতিতে দিনভর চলা এ সিম্পোজিয়ামে ইন্টেল প্রসেসরভিত্তিক বাজারের সর্বশেষ ডেস্কটপ, মোবাইল ডিভাইস, সার্ভার, ইন্টারনেট অব থিংস সমর্থিত ডিভাইস এবং সিকিউরিটি ডিভাইস প্রদর্শন করা হয়।

এছাড়া অংশগ্রহনকারী শতাধিক চ্যানেল সদস্যরা কর্মশালায় ইন্টেলের আধুনিক সব প্রযুক্তির ব্যবহার ও কার্যপ্রণালী সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহন করেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।