ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে আসুসের নতুন হাই-এন্ড গেমিং ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বাজারে আসুসের নতুন হাই-এন্ড গেমিং ল্যাপটপ

আসুসের আরওজি সিরিজের জি৫৫০জেকে মডেলের নতুন হাই-এন্ড গেমিং ল্যাপটপ এখন দেশের বাজারে। উচ্চক্ষমতার এ ল্যাপটপটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড।

ডেস্কটপ গেমিং পিসির পরিপূর্ণ চাহিদা পূরণে এতে ২.৪ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৭ প্রসেসর, ১৫.৬ ইঞ্চির এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে, ৪ জিবি ভিডিও মেমোরির অত্যাধুনিক এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৮৫০এম চিপসেটের গ্রাফিক্স, ৮জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক যুক্ত রয়েছে।

গেমিংয়ের পাশাপাশি মাল্টিমিডিয়ার আনন্দ উপভোগে রয়েছে আসুস সনিকমাস্টার অডিও প্রযুক্তির বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন, বিল্ট-ইন সাবউফার, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম। এছাড়া ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার, ব্লুটুথ ৪.০, ৩টি ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট সহ প্রয়োজনীয় সব সুবিধাই পাওয়া যাবে ল্যাপটিতে।

অন্ধকার বা কম আলোর পরিবেশে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে আছে লাল ব্যাকলাইট কিবোর্ড। আসুসের নতুন এই মডেলটির দাম পড়বে ১ লাখ ৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।