ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভোর নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
লেনোভোর নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ

লেনোভো ব্র্যান্ডের জি৪০৫ মডেলের মাল্টিমিডিয়া ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ১৪-ইঞ্চি আকারের এই ল্যাপটপটিতে থাকা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১.৫ গিগাহার্জ গতির এএমডি কোয়াড কোর প্রসেসর, ৪ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি ভিডিও মেমোরির এএমডি রেডিয়ন চিপসেটের গ্রাফিক্স।

গেম বা মাল্টিমিডিয়ার আনন্দ উপভোগে রয়েছে ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, এইচডি অডিও।

এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে এতে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট সহ দরকারি বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। লেনোভোর নতুন এ মডেলটির দাম পড়বে ৪০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।