ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাতীয় ই-তথ্যকোষের শুভযাত্রা

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
জাতীয় ই-তথ্যকোষের শুভযাত্রা

ভাষার মাস ফেব্রুয়ারি। জাতির এ স্বরণীয় মাসে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) কার্যক্রম জাতীয় ই-তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এ সময় তিনি অংশগ্রহনকারী সরকারি-বেসরকারি প্রায় ২০০টি প্রতিষ্ঠানের বাংলাভাষাভিত্তিক ওয়েবসাইটের প্রশংসা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের আরও অনুপ্রাণিত করেন। তিনি বলেন, জাতীয় ই-তথ্য কোষের পেছনে তাদের ভূমিকা অনম্বীকার্য। তারা স্বতঃস্ফুর্তভাবে তথ্য প্রেরণ করেছে।

ফলে দেশের সর্বোস্তরের সাধারণ জনগোষ্ঠী সহজেই নিকটবর্তী তথ্যকেন্দ্র হতে উপকৃত হবেন। এছাড়া উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ই-তথ্য কোষ সম্পর্কে বলেন, দেশের কৃষাণ-কৃষাণীরা এ তথ্য ভান্ডারের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের তথ্য সহায়তায় স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হবে।

উল্লেখ্য, ই-তথ্যকোষের বিশাল এ ভান্ডার গড়তে যেসব প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের মধ্যে আছে-আই এস পি আর, কৃষিতথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, এগ্রোবাংলা ডট কম, ই কৃষি ডট কম, কৃষি মার্কেট ডট কম, উইকিপিডিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তর ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় প্রকল্প একসেস টু ইনফরমেশনের পরিচালক নজরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, ইউএনডিপি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুল করিম।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।