ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞাপনে ফেসবুকের ‍আয় বেড়েছে ৬৭ শতাংশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
বিজ্ঞাপনে ফেসবুকের ‍আয় বেড়েছে ৬৭ শতাংশ

ঢাকা: বিজ্ঞাপনে বিশেষ করে মোবাইল বিজ্ঞাপনের মাধ্যমে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর ইতিবাচক প্রভাব পড়েছে তাদের শেয়ারবাজার ব্যবসায়ও।



দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফেসবুকের শেয়ার থেকে আয় হয়েছে ৭৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩৩ কোটি ১০ লাখ টাকা।

গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির যেখানে মুনাফা ছিল ১৮১ কোটি ডলার, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ কোটি ডলারে। শুধুমাত্র বিজ্ঞাপন থেকে মুনাফা বেড়েছে ২৬৮ কোটি ডলার বা ৬৭ শতাংশ। প্রথম প্রান্তিকের মুনাফায় বিজ্ঞাপনের অবদান ছিল ৫৯ শতাংশ।

বুধবার এসব তথ্য জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষের তরফে বলা হয়, বর্তমানে বিশ্বের ১৩২ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। গত বছরের একই সময়ের চেয়ে এ সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যবহারকারীদের মধ্যে আবার ৩০ শতাংশই মোবাইলে ফেসবুক ভিজিট করেন।

এছাড়া, দিনে অন্তত একবার ফেসবুকে লগইন করেন এমন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৪ শতাংশ। বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় ৮৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন, এ সংখ্যাও বেড়েছে গত বছরের চেয়ে ১৯ শতাংশ।

আর ব্যবহারকারীদের মধ্যে আমেরিকানরা গড়ে প্রতিদিন ৪০ মিনিট ফেসবুকে সময় কাটায় বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।