ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চালক ছাড়াই চলছে গুগল কার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
চালক ছাড়াই চলছে গুগল কার

ঢাকা: ড্রাইভ করতে হবে না, লাগবে না কোনো চালকও! পরীক্ষামূলকভাবে কর্তৃপক্ষ এরই মধ্যে ব্যবহার করছে ‘গুগলের চালকবিহীন গাড়ি। ’

সংবাদমাধ্যম জানিয়েছে, এ গাড়ি অশ্বগতিতে চলবে।

ইতোমধ্যে কারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে গুগল কর্তৃপক্ষ। সিলিকন ভ্যালির মাউনটেন ভিউয়ের গুগল সদরদপ্তর সংলগ্ন সড়কে এ কারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়।  

এ সময় এর গতি দেখে অভিভূত হয়েছেন স্বয়ং গুগলের কর্মকতারাও। পরিবেশের সঙ্গে ভারসাম্য করে কারের গতি নিয়ন্ত্রণ ও পরিচালনের বিষয়ে গুগলের প্রকৌশলীরা বিষয়টি নিয়ে ফের চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন।

গুগলকার প্রজেক্টের রাশিয়ান বংশদ্ভ‍ূত সফটওয়ার ইঞ্জিনিয়ার দিমিত্রি ডলগব বলেন, প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষ প্রাণ হারায়।

গুগল কার প্রসঙ্গে বর্তমানে আমেরিকান সিটিজেন এই প্রকৌশলী বলেন, এই বিষয়টির পরিবর্তন করতে পারে গুগল কার।

চালকবিহীন কার প্রকল্পের বিষয়টি ২০১০ সালে প্রকাশ করে গুগল। গুগল এক্স ডিভিজনের এটি একটি প্রকল্প।

গাড়ির পরিচালন নিয়ে সংবাদ মাধ্যম জানায়, কারের ড্যাশবোর্ডে বোতাম টিপে গন্তব্য ঠিক করে দিলে তা নির্দিষ্ট পৌঁছে দেবে গন্তব্যে।

‘কোনো খেলনা নয়’

মর্গান স্ট্যানলি তার গবেষণা প্রতিবেদনে জানান,‘এটি একটি খেলনা নয়। এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে প্রচুর।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।