ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিন্ন তিন ডিজাইনে আসছে আইওয়াচ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ভিন্ন তিন ডিজাইনে আসছে আইওয়াচ ছবি: সংগৃহীত

ঢাকা: ভিন্ন তিনটি ডিজাইন নিয়ে বাজারে আসছে অ্যাপলের স্মার্টওয়াচ আইওয়াচ। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



সংবাদমাধ্যম জানায়, ভিন্ন তিন ডিজাইনের মধ্যে একটির পর্দা হবে ১.৬ ইঞ্চি। বাকি দু’টির পর্দা হবে ১.৮ ইঞ্চি। অ্যামোলেড ডিসপ্লে’র এ স্মার্টওয়াচে শ্যাপিয়ার গ্লাস ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ওয়ারল্যাস ব্যাটারি চার্জিং সিস্টেমের মাধ্যমে স্মার্টওয়াচটি চার্জ দেওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষ‍া চালাচ্ছে অ্যাপল।   ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে এ চার্জ দেওয়া হবে। তবে এ বিষেয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাপল।

স্মার্টওয়াচটি আগামী ডিসেম্বরে বাজারে আসবে। উৎপাদন ও সাপ্লাই জটিলতার কারণে বাজারে ছাড়তে দেরি হচ্ছে। এর আগে প্রযুক্তি সাইট ম্যাশঅ্যাবল জানায়, চলতি বছরের অক্টোবরে আসছে অ্যাপলের আইওয়াচ।

নতুন এ আইওয়াচে ১০টির বেশি সেন্সর নিয়ে আসবে অ্যাপল। যার মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস সর্ম্পকিত আগাম তথ্য পাওয়া যাবে। প্রতিমাসে ৩০-৫০ লাখ আইওয়াচ বিক্রি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সম্বলিত এ আইওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সম্পর্কিতক বার্তা দেবে।

এছাড়া ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।

প্রযুক্তিপ্রেমীদের জন্য স্মার্টওয়াচটি আর কী নিয়ে আসে এখন তা দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।