মেলবোর্ন: প্রতিদিন অপ্রাপ্ত বয়স্ক প্রায় ২০ হাজার শিশুকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বাদ দেওয়া হচ্ছে বলে সম্প্রতি এ প্রতিষ্ঠানটি থেকে প্রকাশ করা হয়। মূলত সাইটটিতে যোগ দেওয়ার জন্য বয়স নিয়ে ভুল তথ্য দেওয়ায় তাদের বাদ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে অপ্রাপ্ত বয়স্কদের সাইটিতে যোগ দেওয়া ঠেকাতে তাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি স্বীকার করে।
এদিকে অস্ট্রেলিয়ার এক তৃতীয়াংশ জনগণ প্রতিদিন এ সাইটটি ব্যবহার করে বলেও জানিয়েছে তারা। দ্য হেরাল্ড সান সংবাদপত্র এসব তথ্য প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১