ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া নয়, এলো মাইক্রোসফট লুমিয়া

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
নকিয়া নয়, এলো মাইক্রোসফট লুমিয়া

ঢাকা: অনেক আগেই প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে হ্যান্ডসেট বাজারের আধিপত্য হারায় নাকিয়া। সম্প্রতি নকিয়াকে কিনে নেয় মাইক্রোসফট।

আর ভারতের বাজারে হ্যান্ডসেট না বানানোর ঘোষণা দেয় নকিয়া।

এদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর) নিজেদের ব্র্যান্ডে প্রথম হ্যান্ডসেট উন্মুক্ত করলো মাইক্রোসফট। হ্যান্ডসেটটির নাম মাইক্রোসফট লুমিয়া ৫৩৫।

বাংলাদেশ, চীন ও হংকংয়ের বাজারে শিগগিরই এক ও দুই সিমে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। আস্তে আস্তে এটি বিশ্ববাজারে ছাড়া হবে।

হ্যান্ডসেটটির বিষয়ে এক ব্লগে মাইক্রোসফট জানায়, ৫ ইঞ্চি পর্দার উইন্ডোজ ৮.১ ভার্সনে চলবে লুমিয়া ৫৩৫। হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস।

১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ১ জিবি। ৮ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটিটর ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

৫ মেগাপিক্সেল মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ। এর ফ্রন্ট ক্যামেরাও ৫ মেগাপিক্সেল। আর ব্যাটারির ধারণক্ষমতা এক হাজার ৯০৫ এমএএইচ।

সিয়ান, ব্রাইট গ্রিন, ব্রাইট অরেঞ্জ, হোয়াইট, ডার্ক গ্রে এবং কালো রঙে পাওয়‍া যাবে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫।

হ্যান্ডসেটটির মূল্য ১১০ ইউরো (১ ইউরো সমান ৯৫ টাকা) হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।