ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য :.

২৬ হাজার ৫০০ টাকায় আসুসের সিশেল সিরিজের ইপিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
২৬ হাজার ৫০০ টাকায় আসুসের সিশেল সিরিজের ইপিসি

আসুস ব্র্যান্ডের ই পিসি ১০১৫পিইএম মডেলের নতুন নেটবুক এখন দেশের বাজারে। মূল পর্দা ১০.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

হালকা-পাতলা গড়নের এ নেটবুকের ওজন ১.১ কেজি। তবে ওয়েব সার্ভিস, ইমেইল এবং পিসির প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের জন্য এতে আছে আধুনিক ফিচার।

বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.৫ গিগাহার্টজ গতিসম্পন্ন ইন্টেল অ্যাটম ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়্যারলেস ল্যান সুবিধা, গিগাবিট ল্যান, আপডেট ব্লুটুথ ৩.০ সুবিধা, ওয়েবক্যাম, ৩টি ইউএসবি এবং মেমোরি কার্ড রিডার।

এ মুহূর্তে দাম ২৬ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে বিক্রয়োত্তর সুবিধা। হ্যালো : ০১৯১৫৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৯৫২, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।