ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য :.

২৬০০ টাকায় কেস্টার ব্র্যান্ডের অফলাইন ইউপিএস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
২৬০০ টাকায় কেস্টার ব্র্যান্ডের অফলাইন ইউপিএস

এশিয়ার অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান কেস্টার প্রো৬৫০ এবং প্রো১২৫০ মডেলের অফলাইন ইউপিএস এখন দেশেই পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

ধারণক্ষমতার হিসাবে ৬৫০ভিএ/৩৯০ ওয়াট এবং ১২৫০ভিএ/৭৫০ ওয়াট পাওয়ার ব্যাকআপ দিতে পারে। পিসি, ওয়ার্কস্টেশন এবং প্রিন্টারে এ অফলাইন ইউপিএস ব্যবহারযোগ্য। থাকছে দু’বছরের বিক্রয়োত্তর সেবা।

এ ব্র্যান্ডের ইউপিএসের বৈশিষ্ট্য বুস্ট এবং বাক এভিআর, ইন্টিলিজেন্ট সিপিউ কন্ট্রোল এবং ব্যাটারি ম্যানেজমেন্ট, ইউপিএস মনিটরিং সফটওয়্যার, এসএমডি প্রযুক্তি, শর্টসার্কিট, ওভারলোড ও অতিরিক্ত চার্জ প্রতিরোধক এবং ল্যাম্প অ্যালার্ম সুবিধা অন্যতম।

এ মুহূর্তে ৬৫০ভিএর দাম ২৬০০ টাকা এবং ১২৫০ভিএর দাম ৫২০০ টাকা। অনুসন্ধানে : টেকভ্যালি ডিস্ট্রিবিউশনস। হ্যালো : ০১৮১১৪৪৪৯৮৬।

বাংলাদেশ সময় ২০৩৬, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।