ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেলফি’র জন্য মনোপড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
সেলফি’র জন্য মনোপড

আজকের দিনে সেলফি বা নিজের ছবি নিজে তুলতে কে না ভালভাসে। ক্রমেই গোটা বিশ্বে সেলফি আগ্রহীর সংখ্যা বেড়ে চলেছে।

তবে আসল কথা সেলফি হতে হবে চোখ ধাঁধানো। কেননা সেলফি তুলেই তো ছেড়ে দিতে হবে অনলাইনের দুনিয়ায়। যত বেশি আকর্ষনীয় হবে ততোই না লাইক পড়বে। এজন্য সেলফি ধারণে কতকিছুতেই না খেয়াল রেখে ভাল ছবি পাওয়ার চেষ্টা করতে হয়। তারপরও যদি ব্যর্থ হতে হয়!

তাই যারা কিছুতেই মনমতো ছবি পাচ্ছেন না, তাদের সুবিধায় দেশের বাজারে দারুণ একটি ডিভাইস এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। নামকরা হ্যাভিট ব্র্যান্ডের ব্লুটুথ ২.১ সমৃদ্ধ ‘এইচভি-বিটিএম১০ মনোপড’ ডিভাইসটি তারহীন সুবিধায় ১০ মিটার দুরুত্ব পর্যন্ত কাজ করতে পারে।

ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটটিকে এই মনোপডের মধ্যে যুক্ত করে ব্যবহার করতে পারবে। এতে রিমোর্ট কন্ট্রোল সাউন্ড রেকর্ডিং’র ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটির সকল শোরুমে মনোপডটি আকর্ষনীয় দুটি রঙে পাওয়া যাচ্ছে। দামও নাগালের মধ্যে, মাত্র ১২’শ টাকা।
   
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।