ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের বিরুদ্ধে মামলা

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
ফেসবুকের বিরুদ্ধে মামলা

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ও এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে মামলা হয়েছে। ফেসবুক থেকে একটি পৃষ্ঠা মুছে ফেলার জন্য ১০০ কোটিরও বেশি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করা হয়েছে বলে সংবাদ সূত্রে উল্লেখ করা হয়।



এএফপি সূত্র জানিয়েছে, ফেসবুক থার্ড ইন্টিফাডা নামে একটি পৃষ্ঠা মুছে ফেলা হয়েছে। পৃষ্ঠাটির সবশষে ৫ লাখেরও বেশি ভক্ত ছিল। উল্লেখ্য, গত ২৯ মার্চ পৃষ্ঠাটি ফেসবুক কর্তৃপক্ষ মুছে দেয়।

এদিকে পৃষ্ঠাটি ইসরাইল বিরোধী ছিল বলে ইসরাইলি পাবলিক কূটনৈতিকমন্ত্রী জুকারবার্গকে পৃষ্ঠাটি বন্ধ করে দেওয়ার জন্য চিঠি পাঠায়। এর ক’দিন পরই ফেসবুক থেকে পৃষ্ঠাটি মুছে ফেলা হয়।

এরই মধ্যে ফেসবুক সংবাদমাধ্যম সূত্রকে জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে ফেসবুকে এ পৃষ্ঠাটি খোলা হলেও পরে তা মানা হয়নি।

এ পৃষ্ঠাকে কেন্দ্র করে ইসরাইল বিরোধী আন্দোলন গড়ে উঠে। যা ফেসবুকের নীতি বিরোধী। তাই পৃষ্ঠাটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।