ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন উদ্যোক্তা পেলেন ইউডিসি পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
তিন উদ্যোক্তা পেলেন ইউডিসি পুরস্কার ছবি: জনি / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্য সেবা পৌঁছে দেওয়ায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তা পুরস্কার পেলেন তিনজন।
 
ইউআইএসসি’র বর্তমান নাম ইউডিসি।



পুরস্কারপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মনিরুজ্জামান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডুবাইল ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সাকিব হাসান ও গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মাহবুবুর রহমান।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস রিচিং দ্য আনরিচড: ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার (ইউআইএসসি) প্রকল্পের আওতায় এসব পুরস্কার দেওয়া হয়।
 
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে উদ্যোক্তা সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয়।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব মো. কামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
 
এসময় বিসিসি নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ইউআইএসসি প্রকল্প পরিচালক সুশান্ত কুমার সাহা ও যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
 
সম্মেলনে দেশের ৩১ জেলার ২০০ জন উদ্যোক্তা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।