প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে সাথে বর্তমান বিশ্বে দক্ষ ও অভিজ্ঞ প্রোগ্রামারদের চাহিদা বাড়ছে। দেশেও রয়েছে অনেক দক্ষ প্রোগ্রামার।
কিন্তু যথেষ্ট সুযোগ আর সঠিক দিক নির্দেশনার অভাবে যোগ্যতা অনুযায়ী তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থাপন করতে পারছেনা। এসব সম্ভাবনামীয় প্রোগামারদের জাপানের মত উন্নত দেশের স্বনামধন্য সব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল জাপান আইটি লি: (ডিজেআইটি)।
সম্প্রতি জাপানের নামি কিছু প্রতিষ্ঠান বাংলাদেশের আইটি শিক্ষার্থী এবং আইটিতে চাকরিরত অভিজ্ঞ প্রোগ্রামরদের সরাসরি বাছাই পরীক্ষার মাধ্যমে নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
যেজন্য ডিজেআইটি উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও দক্ষ উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে।
আইটি বিষয়ে অধ্যয়নরত বা সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থী যাদের সি অথবা জাভা প্রোগ্রামিং জানা আছে তারা জাভা ইঞ্জিনিয়ার হিসেবে এবং যাদের পিএইচপি প্রোগ্রামিং এ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা পিএইচপি ডেভেলপার হিসেবে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১৮ জানুয়ারি।
আবেদন করতে এবং আরো বিস্তারিত জানা যাবে এই - www.djit.ac সাইটে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫