ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন মানব!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
আইফোন মানব! ছবি: সংগৃহীত

ঢাকা: আপাদমস্তক জুড়ে আইফোন। পায়ের নিচ থেকে শুরু করে বুকের সামনে-পেছনে শুধুই আইফোন।

দেখলে বোঝার উপায় নেই যে শরীরে তার হাড়-মাংস রয়েছে। এমন ব্যক্তিকে ‘আইফোন মানব’ না বলে উপায় আছে!

প্লাস্টিক দিয়ে তৈরি বিশেষ ব্যাগের মাধ্যমে আইফোনগুলো পাচারের চেষ্টা করেন এক চীনা নাগরিক। তবে কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়লে বিষয়টি বেরিয়ে আসে।

চীন ও হংকংয়ের মধ্যবর্তী ফুতিনা পোর্টে ৯৪ আইফোনসহ ওই পাচারকারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। হাঁটার অস্বাভাবিক ভঙ্গির কারণে সন্দেহ হলে শরীর তল্লাশি চালিয়ে আইফোনগুলো জব্ধ করে কর্তৃপক্ষ।

এ ঘটনায় হংকংয়ের আইন অনুযায়ী ওই পাচারকারীর সাত বছরের জেল ও ২০ লাখ ডলার জরিমানা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, জব্ধ করা আইফোনগুলোর মধ্যে আইফোন ৫এস ছাড়াও সর্বশেষ বাজারে আসা আইফোন ৬ ও ৬ প্লাসের হ্যান্ডসেটও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।