ঢাকা: আপাদমস্তক জুড়ে আইফোন। পায়ের নিচ থেকে শুরু করে বুকের সামনে-পেছনে শুধুই আইফোন।
প্লাস্টিক দিয়ে তৈরি বিশেষ ব্যাগের মাধ্যমে আইফোনগুলো পাচারের চেষ্টা করেন এক চীনা নাগরিক। তবে কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়লে বিষয়টি বেরিয়ে আসে।
চীন ও হংকংয়ের মধ্যবর্তী ফুতিনা পোর্টে ৯৪ আইফোনসহ ওই পাচারকারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। হাঁটার অস্বাভাবিক ভঙ্গির কারণে সন্দেহ হলে শরীর তল্লাশি চালিয়ে আইফোনগুলো জব্ধ করে কর্তৃপক্ষ।
এ ঘটনায় হংকংয়ের আইন অনুযায়ী ওই পাচারকারীর সাত বছরের জেল ও ২০ লাখ ডলার জরিমানা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, জব্ধ করা আইফোনগুলোর মধ্যে আইফোন ৫এস ছাড়াও সর্বশেষ বাজারে আসা আইফোন ৬ ও ৬ প্লাসের হ্যান্ডসেটও রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫