ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী (১৩-১৫ জানুয়ারি) শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এ মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া এর উদ্বোধন করেন।

মেলায় সরকারি-বেসরকারি ৩০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় সেমিনার ও বির্তক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মেলায় ইন্টারনেট পার্টনার বাংলালায়নের সহযোগিতায় আছে ফ্রি ওয়াইফাই জোন।   সবার জন্য উন্মুক্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদীন ও সহকারি কমিশনার (আইসিটি) তানবীর মোহাম্মদ আজিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।