কেউ টেলিভিশন বেশি দেখলে বলা হয়, ‘গলায় টিভি ঝুলিয়ে দাও’। এবার বুঝি সত্যি সত্যি সে কথা ফলতে চললো।
এমন একটি টেলিভিশন এরই মধ্যে তৈরি করেছে জাপান। টোকিওতে কনজুমার ইলেক্ট্রনিক্স প্রদর্শনীতে এর এক দফা প্রদর্শনীও হয়ে গেছে।
একটি উচ্চ ক্ষমতাশীল এয়ার স্কাউটার হেডসেটই এই টেলিভিশন। যা চোখের সামনে থাকলে ব্যবহারকারীর রেটিনায় সরাসরি গিয়ে ধরা দেবে। আর এতে তিনি দেখতে পাবেন অন্তত ১৩ ইঞ্চি প্রশস্ত একটি ডিসপ্লে।
এয়ারস্কাউটার হেডসেটটি বানিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান ব্রাদার। মাথার ঠিক সামনেই ছোট একটি ডিভাইস, যাতে যে কোনো ইমেজ থাকলেই তা ব্যবহারকারীর চোখের রেটিনায় সরাসরি ধরা পড়বে। তখন উচ্চ রেজুলেশনের ফুটেজ চোখের সামনে তিন ফুট দুরত্বে ১৩ ইঞ্চি মাপের একটি ভার্চুয়াল স্ক্রিন তৈরি করবে।
প্রাথমিকভাবে এই ডিভাইসের দাম ধরা হয়ে ১৯৬৬ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দেড় লাখ টাকার কিছু বেশি।
ওই প্রদর্শনীতে ফুজিৎসু এনেছে এক ধরনের আংটি যা পরে বাতাসে আঙ্গুল দিয়ে কিছু লিখলেই তা ইথারে স্পষ্ট হয়ে উঠবে, আর এনিকল’র সুনাগারু ট্যাগ প্রদর্শিত হয়েছে যা আপনার পালিত প্রাণিটি খুঁজে বের করা যাবে সহজেই।
বাংলাদেশ সময় ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫