ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ বছরই মোবাইল বিশ্বের অর্ধেক দখলে নেবে স্মার্টফোন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১
এ বছরই মোবাইল বিশ্বের অর্ধেক দখলে নেবে স্মার্টফোন

এখন পুরো বিশ্বই স্মার্টফোনের জ্বরে ভুগছে। রাতারাতি এ চাহিদা পরিবর্তনের নেপথ্যে আছে গুগল মহারাজার কারসাজি।

আর এ চাবিকাঠির নাম ‘অ্যানড্রইড’ অপারেটিং সিস্টেম। আইডিসি সূত্র এ তথ্য জানিয়েছে।

অনলাইনভিত্তিক খ্যাতনামা বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) সূত্র মতে, এ বছরের মধ্যেই স্মার্টফোন পুরো মোবাইল ফোন বিশ্বের শতকরা ৫০ ভাগ স্থান দখলে নেবে।

এ মুহূর্তে স্মার্টফোন শতকরা ২৩.৮ ভাগ জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করেছে।

উল্লেখ্য, স্মার্টফোন জনপ্রিয়তার দখলে ২০১১ সাল খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। কেননা মোবাইল ফোনভিত্তিক বাণিজ্যিক কার্যসম্পাদনে অ্যানড্রইড নিরাপত্তার সঙ্গে সহজবোধ্যতাও নিশ্চিত করেছে।

এরই মধ্যে অ্যামাজন এবং সনি তাদের অনলাইন ব্যবসায় মোবাইল ফোনভিত্তিক অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের সফল ব্যবহার করেছে। ফলে অ্যানড্রইডভিত্তিক স্মার্টফোনের বাজার দ্রুতই সম্প্রসারিত হচ্ছে।

অন্যদিকে বিশ্বের খ্যাতনামা সব মোবাইল ফোন নির্মাতারা নিত্যনতুন স্মার্টফোন তৈরির পেছনে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। ফলে এ বছরের শেষভাগে আরও শতাধিক মডেলের স্মার্টফোন বাজারে প্রবেশ করবে বলে বাজারবিশ্লেষক সূত্রে জানানো হয়েছে।

আর এ কারণেই স্মার্টফোনের মানোন্নয়ন এবং বাজার সম্প্রসারণের হিসেবে ২০১১ সাল মাইলফলক হয়ে থাকবে-এমনটাই বলছে আইডিসি সূত্র।

বাংলাদেশ সময় ২১২০, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।