ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটডিফেন্ডার: এক টাকায় কম্পিউটার-ল্যাপটপ সুরক্ষা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বিটডিফেন্ডার: এক টাকায় কম্পিউটার-ল্যাপটপ সুরক্ষা

ঢাকা: ‘বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি’ সফ্টওয়্যার বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে রোমানিয়ান কোম্পানি বিটডিফেন্ডার। এরই অংশ হিসেবে ২৫ জানুয়ারি’ ২০১৫ তারা  শিক্ষার্থীদের জন্য এই সফ্টওয়্যারের বিশেষ সংস্করণ বাজারে অবমুক্ত করেছে।

শিক্ষার্থীদের জন্য এ অফারের আওতায় সিঙ্গেল ইউজারের মূল্য মাত্র ৩৬৫ টাকা। এর অর্থ হচ্ছে- এখন একজন শিক্ষার্থী দৈনিক মাত্র এক টাকায় তার পিসি বা ল্যাপটপটিকে সুরক্ষা করতে পারছে।

তথ্যপ্রযুক্তির অন্যান্য পণ্যের সাথে দেশব্যাপী খুচরা বিক্রয়ের দোকানগুলোতে শিক্ষার্থীরা পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ‘বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি’ এই বিশেষ মূল্যে ক্রয় করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।