ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল সার্চ রেজাল্টে টুইট বার্তা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
গুগল সার্চ রেজাল্টে টুইট বার্তা

আরো একবার হয়ত সার্চ রেজোল্টে দেখা যাবে টুইটার ব্যবহারকারীদের টুইট বার্তা। সুত্র মতে, গুগল আর টুইটার সেবাটি কার্যকর করতে চুক্তিবদ্ধ হয়েছে।

কিন্তু পূর্বের সেই মনভাঙ্গা স্মৃতিগুলো প্রতিষ্ঠান দুটির এই চুক্তির মাধ্যমে ফিরে আসছে।

কারণ আগে একবার এ ধরনের সেবা চালু হলেও সার্চ জায়ান্ট তা বন্ধ করে দেয়। এরপর নিজেদের গুগল প্লাসের ঘোষণা দেয়।

এ মুহূর্তের প্রতিবেদনেগুলোতে বলা হয়েছে, অবশেষে সার্চ জায়ান্ট টুইটারের অনুরোধে সাড়া দিয়েছে। খুব শীঘ্রই টুইটার ব্যবহারকারীরা গুগল সার্চ রেজাল্টে টুইট বার্তা দেখতে পাবে। আর এজন্য ব্যবহারকারীকে কি-ওয়ার্ড দিয়ে টুইট বার্তা খুঁজতে হবে।

ব্লুমবার্গ রিপোর্টে জানিয়েছে, ফিচারটি চালুর লক্ষ্যে সম্ভবত দুটি প্রতিষ্ঠানই এগিয়েছে।

অবশেষে গুগলের এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণকে বিশেষজ্ঞরা নিশ্চিত করে বলছে গুগল প্লাস প্রতিষ্ঠানের সফলতা এনে দিয়েছে। আর সে কারণে প্রতিষ্ঠানটি টুইটারের সাথে কাজ করতে রাজী হয়েছে।  

গুগুলের অভ্যন্তরীণ সুত্রের বিবিৃতি অনুযায়ী চুক্তির টেবিলে গুগল বিজ্ঞাপনের আয় প্রসঙ্গে কোনো তথ্য উপস্থাপন করেনি।

তবে সেবাটি টুইটারের অনেক বেশি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে টুইটার প্রচন্ড খুশী হবে বলছে আলোচকরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।