সব কিছুকেই ছাড়িয়ে যাচ্ছে ফেসবুক। ভক্ত থেকে কৌশল উদ্ভাবন কোনো কিছুতেই ফেসবুককে দমানো যাচ্ছে না।
পরিবেশবান্ধব নতুন তথ্যকেন্দ্র উদ্বোধনের সময় এমন দৃঢ়তাই প্রকাশ পেল ফেসবুক প্রতিষ্ঠাতা এবং সিইও জুকারবার্গের কন্ঠে।
উল্লেখ্য, ১৫ এপ্রিল প্রিনভিলে সদ্য প্রতিষ্ঠিত নতুন তথ্যকেন্দ্র উদ্বোধনের সময় তিন শতাধিক কর্মীর সামনে জুকারবার্গের সরব উপস্থিতি এ কেন্দ্রের কর্মীর নতুর উদ্দীপনায় মাতিয়ে তোলে। করে তোলে উৎসাহিত।
নতুন এ তথ্যকেন্দ্র উদ্বোধনের ফলে এখন থেকে ফেসবুক ব্যবস্থাপনায় আগের তুলনায় শতকরা ৩৮ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে পরিবেশের ওপর বাড়তি বিদ্যুৎ উৎপাদনের চাপ কমবে। পরিবেশ রক্ষার এ মিছিলে তাই ফেসবুক এগিয়ে গেল আরও এক ধাপ।
এ মুহূর্তে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সদস্যের কোটি কোটি তাৎক্ষণিক ছবি, তথ্যচিত্র এবং লিঙ্ক ব্যবস্থাপনায় ডাটা সেন্টারকে দিনরাত ২৪ ঘণ্টাজুড়েই সচল থাকতে হয়। ফলে এর কারিগরি ব্যবস্থাপনায় প্রচুর বিদ্যুৎ খরচ হতো।
এর ঠিক বিপরীতে ডাটা সেন্টারের যন্ত্রগুলো সার্বক্ষণিক সচল থাকায় তাপ উৎপাদন হতো। যা পরিবেশের মোটেও সুখকর কোনো সংযোজন ছিল না।
এ অবস্থা থেকে বেড়িয়ে আসতেই ফেসবুক প্রধান নির্বাহী জুকারবার্গ পরিবেশবান্ধব তথ্যকেন্দ্র প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করে। এ মুহূর্তে ফেসবুকে পরিচালনায় নতুন এ তথ্যকেন্দ্র কাজ করবে।
বাংলাদেশ সময় ১৭৫৪, এপ্রিল ১৬, ২০১১