ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অন টপ :.

কাগুজে প্রকাশনাকে ছাড়িয়ে গেল ইবুক!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
কাগুজে প্রকাশনাকে ছাড়িয়ে গেল ইবুক!

বাণিজ্যিক হিসাবে এবার কাগুজে প্রকাশনাকে ছাপিয়ে গেল ইবুক। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সূত্র এএপি এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ইবুক বিক্রির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধির হিসেবে এ সংখ্যা ২০২ ভাগ।

এর ফলে এ বছর যুক্তরাষ্ট্রের ভিত্তিতে কাগুজে বইয়ের বিক্রির তুলনায় ইবুক বিক্রি হয়েছে বেশি। যদিও এটা স্থায়ী কোনো চিত্র নয়। তবে এ হিসাবকে অগ্রাজ্যক করারও সুযোগ নেই।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাগুজে প্রকাশনী সংস্থাগুলো এ বিক্রির হিসাবে খানিকটা হোঁচট খেয়েছেন।

এএপির মুখপাত্র অ্যান্ডি স্পোরকিন জানান, ইবুক বিক্রির এ পরিসংখ্যান স্থির না হলেও এটা যে রেকর্ড তা অস্বীকার করার আর কোনো উপায় নেই।

ইবুক বিক্রির এ পরিমাণ ক্রমেই বাড়বে বলে প্রকাশনা সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকরা অভিমত প্রকাশ করেছেন। অনেকে বলছেন, শুধু যুক্তরাষ্ট্রের হিসেবে এ চিত্র কোনো স্থির অবস্থা নির্দেশ করে না।

কিন্তু ইবুক যে তার জনপ্রিয়তা আর পাঠকের সংখ্যা ক্রমেই বাড়িয়ে তুলছে এ বিষয়টি এখন সুনিশ্চিত। ফলে কাগুজে আর ডিজিটাল প্রকাশনার লড়াইটা এবার ভালোই উপভোগ্য হবে।

বাংলাদেশ সময় ২১০৪, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।