ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মুক্তাগাছায় ডিজিটাল মেলা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
মুক্তাগাছায় ডিজিটাল মেলা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘ডিজিটাল প্রযুক্তির ব্যবহারই সমৃদ্ধি’ এই শ্লোগানে ময়মনসিংহের মুক্তাগাছায় ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

সোমবার (৩০ মার্চ)  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি।



মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে আফসারী জহুরা।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিজিটি ইন আইসিটি কম্পিউটার সাইন্স অ্যান্ড ম্যাথমেটিকস্ বিভাগের পরিচালক মোহাম্মদ মুস্তাগিজ বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

এ মেলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাণী সম্পদ দপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমরা মুক্তাগাছাবাসীসহ ২৮টি স্টল অংশ নেয়।

এদিকে, বিকেলে লার্নিং অ্যান্ড আর্নিং শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।