ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই জিবি র‌্যাম নিয়ে লেনোভোর এ৬০০০ প্লাস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
দুই জিবি র‌্যাম নিয়ে লেনোভোর এ৬০০০ প্লাস

ঢাকা: এ৬০০০ হ্যান্ডসেটের ব্যাপক সাফল্যের পর এই সিরিজের পরবর্তী হ্যান্ডসেট বাজারে ছাড়লো বেইজিংভিত্তিক বহুজাতিক প্রযুত্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো।

দুই জিবি র‌্যামের এ৬০০০ প্লাস হ্যান্ডসেটটিতে দুই সিম ব্যবহারের সুবিধা রয়েছে।

শুধু র‌্যাম নয় হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতাও এ৬০০০ এর চেয়ে দ্বিগুণ (১৬ জিবি)।

৫ ইঞ্চি পর্দার লেনোভো এ৬০০০ প্লাস হ্যান্ডসেটের প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট।

হ্যান্ডসেটির মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা দুই মেগাপিক্সেল। ১২৮ গ্রাম ওজনের হ্যান্ডসেটটির ব্যাটারি দুই হাজার তিনশ’ এমএইচ।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।