ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন চালু করলো ‘ওয়াওবক্স’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ১২, ২০১৫
গ্রামীণফোন চালু করলো ‘ওয়াওবক্স’ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড ভিত্তিক লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ওয়াওবক্স চালু করেছে গ্রামীণফোন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন লাইফস্টাইল অফার এবং জনপ্রিয় আউটলেটের ডিসকাউন্ট সম্পর্কিত তথ্য পাবেন যা জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে পারবে।



বাংলাদেশের গ্রাহকদের জন্য টেলিনর ডিজিটাল এর তৈরি করা ওয়াওবক্স শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। ওয়াওবক্স অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণ ফ্রি। ফ্রি ডাটা লাভসহ অন্যান্য সুবিধা লাভের জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র অ্যাপটি ইন্সটল করতে হবে।

মঙ্গলবার (১২ মে) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণফোনের হেড অফ প্রডাক্ট হাসিবুল হক বলেন, ‘গ্রাহকদের জন্য এরকম একটি যুগোপযোগী লাইফস্টাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমার বিশ্বাস, গ্রামীণফোনের যেসব গ্রাহকরা এই অ্যাপটি ব্যবহার করবেন তাদের জন্য এটি বেশ উপকারী হবে। এর মাধ্যমে প্রাপ্ত বিশেষ সুবিধা তারা প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারবেন। আর প্রতিদিনকার ব্যবহারের জন্য পুরস্কার পাওয়া যে কারোর জন্যই বিশেষ অর্জন। ’

গ্রামীণফোন গ্রাহকরা যতক্ষণ ওয়াওবক্স অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন ততক্ষণ গ্রাহকদের কোনো ডাটা চার্জ দিতে হবে না। আর গ্রামীণফোনের বন্ধু প্যাকেজের গ্রাহকরা এই অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রতিদিন ২০ মেগাবাইট ফ্রি ডাটা প্যাক (সর্বমোট ১ গিগাবাইট পর্যন্ত) পাবেন।

ওয়াওবক্সের লাইফস্টাইল সুবিধার মধ্যে থাকছে প্রাত্যহিক আর্টিকেল, জনপ্রিয় হোটেল, রেস্টুরেন্ট ও ক্যাফের ডিসকাউন্ট, সিনেমা বা কনসার্টের টিকিট। তবে এই মুহূর্তে এই সুবিধাগুলো শুধুমাত্র ‘বন্ধু’ ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। তবে পরবর্তীতে গ্রামীণফোনের বাকি গ্রাহকদের জন্যও এই অফারগুলো প্রযোজ্য হবে।

জিপি বন্ধু গ্রাহকদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে, এই অ্যাপের মাধ্যমে ডাটা প্যাক, এসএমএস প্যাক কিংবা অন্য যেকোনো কিছু কিনলেই পাবেন টোকেন। আর ওয়াওবক্স ব্যবহার করে জমাকৃত টোকেনের পরিবর্তে ফ্রি ডাটা প্যাক কিংবা প্যাকেজ আপগ্রেড করা সম্ভব।

গ্রামীণফোনের অন্যান্য গ্রাহকরা অফারগুলো না পেলেও তাদের জন্য থাকছে দৈনিক সংবাদ, রাশিচক্র, কৌতুক, প্রতিযোগিতা সহ রান্না, প্রযুক্তি, ফ্যাশন প্রভৃতির উপর ব্লগ।

গ্রামীণফোন গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ওয়াওবক্স ডাউনলোড করতে পারবেন। আর বিস্তারিত তথ্য জানতে পারবেন ওয়াওবক্স এর ফেসবুক ফ্যান পেজে।

বাংলাদেশের সবার জন্য ইন্টারনেট নিয়ে আসার অঙ্গীকার রয়েছে গ্রামীণফোনের। প্রতিষ্ঠানটি মনে করে ডাটা সংযোগ গ্রাহকদের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১২, ২১০৫
আইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।