ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইপি কিনে নিল মাইক্রোসফট

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ১০, ২০১১
স্কাইপি কিনে নিল মাইক্রোসফট

গুজবকে সত্যি করেই স্কাইপিকে ঘরে তুলল মাইক্রোসফট। এরই মধ্যে স্কাইপিকে কিনতে মাইক্রোসফট ৮৫০ কোটি ডলার ব্যয় করেছে।

এ বিক্রির খবর মাইক্রোসফট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

এ মুহূর্তে বিশ্বব্যাপী স্কাইপির ৬৬ কোটি ৩০ লাখ ভোক্তা আছে। উল্লেখ্য, ২০০৬ সালে ২৬০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপির বেশ কিছু শেয়ার কিনে নেয় অনলাইনভিত্তিক নিলাম সাইট ইবে।

আবার ২০০৯ সালে ২০০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপির অবশিষ্ট শতকরা ৭০ ভাগ শেয়ার বিক্রি হয়ে যায়।

উল্লেখ্য, মাইক্রোসফটের কাছে স্বত্ত্ব হস্তান্তর হওয়ার আগে স্কাইপির মালিকানা ছিল একটি গ্রুপভিত্তিক প্রতিষ্ঠানের কাছে।

বাংলাদেশ সময় ১৮৪৬ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।