ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে নিবন্ধিত ভিডিওর সময় বেড়েছে

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
ইউটিউবে নিবন্ধিত ভিডিওর সময় বেড়েছে

সম্প্রতি ইউটিউবে আপলোড করা ভিডিওর সময়সীমা বাড়ানো হয়েছে। এতদিন সাধারণ ব্যবহারকারীদের ইউটিউবে আপলোড করা ভিডিওর সর্বোচ্চ সময়সীমা ছিল মাত্র ১০ মিনিট।

কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠানটি আর ৫ মিনিট বাড়িয়ে এ সময়সীমা সর্বোচ্চ ১৫ মিনিটে উন্নীত করেছে।

বর্ধিত সময়সীমা উদযাপনে এরই মধ্যে ভিডিও আপলোড প্রতিযোগিতার আয়োজন করেছে ইউটিউব। প্রতিযোগিতার নাম ‘ফিফটিন মিনিটস অব ফেইম’। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১৫ মিনিটের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে হবে। আগামী ৪ আগস্টের মধ্যে ভিডিওগুলো আপলোড করতে হবে বলে ইউটিউব সূত্র জানিয়েছে। উল্লেখ্য, নির্বাচিত ভিডিওগুলো ইউটিউবের হোমপেজ এ স্থান পাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।